
ছবি: সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী পথে মদনপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (২৬ মার্চ) রাত ৯টা থেকে শুরু হওয়া এই যানজট এখনও অব্যাহত রয়েছে, যার ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
ঈদুল ফিতর উপলক্ষে ঢাকায় পণ্যবাহী ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের চাপ বেড়ে গেছে। ফলে যাত্রাবাড়ী থেকে শুরু করে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থাকা যানজট তৈরি হয়েছে।
সরাসরি মহাসড়কে গিয়ে দেখা গেছে, ঢাকামুখী লেনে যতদূর চোখ যায়, শুধু যানবাহনের সারি। গাড়িগুলো ধীরগতিতে চলছে বা একেবারেই স্থবির হয়ে আছে। অনেক যাত্রী বাস থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
পণ্যবাহী ট্রাকচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকার ভেতরে প্রবেশ করতে না পারায় তারা মহাসড়কের পাশে একাধিক লেনজুড়ে ট্রাক দাঁড় করিয়ে রেখেছেন। ফলে পেছনের যানবাহনগুলোর ঢাকায় প্রবেশ বাধাগ্রস্ত হচ্ছে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
সিদ্ধিরগঞ্জের শিমরাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) আবু নাঈম সিদ্দিক জানান, ডিএমপি’র নির্দেশনা অনুযায়ী ঢাকায় ট্রাক প্রবেশ বন্ধ রাখা হয়েছে, যা এই যানজটের মূল কারণ। তবে পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ঢাকার সঙ্গে সমন্বয় করে কিছু ট্রাক ছেড়ে দেওয়া হয়েছে এবং পুলিশ যানজট নিরসনে কাজ করছে।
যানজট শিগগিরই স্বাভাবিক হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও যাত্রীরা ঈদের আগে এই দুর্ভোগ কাটবে কিনা, তা নিয়ে সংশয়ে রয়েছেন।
বাংলাবার্তা/এমএইচ