
ছবি: সংগৃহীত
ঈদের খুশির দিনেই শোকে স্তব্ধ চট্টগ্রামের লোহাগাড়া। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় সৌদিয়া পরিবহনের একটি বাস ও একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।
সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিনিবাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। অপরদিকে, সৌদিয়া পরিবহনের বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছিল। হঠাৎ দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।
আহতদের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয়দের অভিযোগ, ঈদে অতিরিক্ত যাত্রী ও অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
বাংলাবার্তা/এমএইচ