
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গত তিন দিন ধরে ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এক যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন, যাদেরকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
এটি ছিল তৃতীয় দুর্ঘটনা একই স্থানে
এই দুর্ঘটনা ছিল একই স্থানে টানা তৃতীয় দুর্ঘটনা, যেখানে ঈদের দিন (সোমবার) দুই বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হন। এছাড়া, মঙ্গলবার (১ এপ্রিল) একই স্থানে দুটি মাইক্রোবাস খাদে পড়ে আটজন আহত হন।
লোহাগাড়া থানার পুলিশ প্রশাসন ও উদ্ধারকাজ
লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান নিশ্চিত করেছেন যে, ফায়ার সার্ভিস এবং থানা পুলিশ দুর্ঘটনার আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই স্থানে সড়ক দুর্ঘটনাগুলোর কারণে এলাকাবাসী ও যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, এবং স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছে।
বাংলাবার্তা/এমএইচ