
ছবি: সংগৃহীত
রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়ে ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন ময়মনসিংহের গৌরীপুরের ডৌহাখলা ইউনিয়নের মরিচালি গ্রামের যুবক ইয়াসিন মিয়া শেখ (২২)। গত বছরের ডিসেম্বরে কোম্পানি ভিসায় রাশিয়ায় যান ইয়াসিন। সেখানে কাজের ভালো সুযোগ না পেয়ে তিনি রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেন, যেখানে তার শর্ত ছিল ইউক্রেন যুদ্ধে সম্মুখসারিতে লড়াই করা।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ঈদের আগে পর্যন্ত ইয়াসিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল, কিন্তু ঈদের দিন থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রাশিয়া থেকে তার মৃতদেহের খবর আসে, ইউক্রেন সেনাবাহিনীর গুলিতে তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
গ্রামের বাসিন্দা ও ইয়াসিনের বন্ধু মো. আরিফ জানান, ইয়াসিন নিজের ফেসবুকে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার ছবি এবং ভিডিও শেয়ার করতেন। তবে ঈদের দিন থেকে তিনি নিখোঁজ হন এবং তাঁর মৃত্যুর খবর পৌঁছায়। ইয়াসিনের পরিবারও এই খবরে হতভম্ব হয়ে গেছে এবং তাঁরা নিশ্চিত যে, এই মুহূর্তে ইয়াসিন আর জীবিত নেই।
ইয়াসিনের মা ফিরোজা খাতুন বারবার মূর্ছা যাচ্ছেন এবং বিলাপ করছেন, “যদি জানতাম ছেলে সেনাবাহিনীতে যাবে, আমি তাকে বিদেশে পাঠাতাম না।” ইয়াসিনের মৃত্যুর খবরে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে, এবং তারা সরকারের কাছে আবেদন করেছেন যে, তার মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয় এবং বাংলাদেশের মাটিতে তাকে সমাহিত করা হয়।
বাংলাবার্তা/এমএইচ