
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও আলোচিত রাজনৈতিক নেতা জাকির খান পাঁচ বছর কারাভোগের পর আজ রবিবার (১৩ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ভোর থেকেই তার মুক্তির খবরে উচ্ছ্বাসে ফেটে পড়ে দলীয় নেতাকর্মী ও অনুসারীরা। কারাগারের সামনে সকাল থেকে জমায়েত হতে থাকে দলীয় নেতাকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীরা। ব্যান্ড পার্টি, স্লোগান আর ফুলের মালায় মুখর হয়ে ওঠে কারাফটক।
জেল গেট থেকে বেরিয়ে আসার সময় জাকির খানকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়। বিএনপির নেতা-কর্মীরা ‘গণতন্ত্রের সৈনিক ফিরে এসেছেন’, ‘জেল জুলুমের জবাব শোডাউনে’ ইত্যাদি স্লোগান দিতে দিতে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। আশ্চর্যজনকভাবে, তিনি বিএনপির পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা হাতে তুলে নেন, যা রাজনৈতিক বার্তার দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
কারাগার থেকে বেরিয়েই গাড়িতে চড়ে পুরো শহরজুড়ে শোডাউন করেন তিনি। পথে পথে নেতাকর্মীরা ফুল ছিটিয়ে তাকে বরণ করে নেয়। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পোস্টার, ব্যানার আর ফেস্টুনে ভরে যায় জাকির খানকে নিয়ে। তার অনুসারীরা এই মুক্তিকে "রাজনৈতিক জয়ের প্রতীক" বলে উল্লেখ করেছেন।
সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় জাকির খান বলেন, “সত্য কখনো চাপা থাকে না। অবশেষে মিথ্যার জাল ভেঙে আমি বেরিয়ে এসেছি। এখন সময় এসেছে গণতন্ত্রের সংগ্রামকে আরও তীব্র করার।”
জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ এ বিষয়ে বলেন, “জাকির খান সন্ত্রাসবিরোধী আইনে পাঁচ বছরের সাজায় ছিলেন। মেয়াদ পূর্ণ হওয়ায় আজ সকালে তাকে মুক্তি দেওয়া হয়।”
জাকির খানের মুক্তির দিনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে যেমন উৎসবমুখর পরিবেশ দেখা গেছে, তেমনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে ছিল।
বাংলাবার্তা/এমএইচ