
ছবি: সংগৃহীত
খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে হাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার দুপুর থেকে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে, যার ফলে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক দৌলত সরদার এবং তাদের সমর্থকরা রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চুকনগর বাজারের হাটের ইজারার মেয়াদ পহেলা বৈশাখে শেষ হয়ে যায়। এর পর বাজার ও মসজিদ কমিটির সিদ্ধান্ত ছিল, হাটের ইজারা নতুন করে তোলা হবে। তবে সাবেক সাধারণ সম্পাদক দৌলত সরদার নিজের লোকজন দিয়ে মঙ্গলবার হাটের ইজারা তুলে নেন। এর পর শুক্রবার হেলাল উদ্দিনের লোকজন বাঁধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন অভিযোগ করেছেন, দৌলত সরদার বাজারের সবকিছু দখল করে নিয়েছেন এবং হাটের ইজারাও অবৈধভাবে তুলে নিয়েছেন। তিনি আরও জানান, হামলার পর স্থানীয়রা দৌলত সরদারের পক্ষের লোকজনের ওপর প্রতিশোধমূলক আক্রমণ করেছে।
দৌলত সরদার দাবি করেছেন, হেলাল উদ্দিন ইজারার টাকা নিজের পকেটে রাখার উদ্দেশ্যে এমন পরিকল্পনা করেছেন। তিনি বলেন, "হেলাল চেয়ারম্যান লোকজন নিয়ে এসে ইজারা তুলতে বাধা দেয়, পরে হামলা চালিয়ে আমাদের বের করে দেয়।"
ডুমুরিয়া থানার ওসি মো. মাসুদ রানা জানান, পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে, তবে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
4o mini
বাংলাবার্তা/এমএইচ