ছবি : কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে মোবাইলের আইএমইআই নাম্বার পরিবর্তনের ডিভাইসসহ ছিনতাইকারী চাক্রের ৩ সদস্যকে আটক করেছে র্যাব।
শুক্রবার (২৭ জানুয়ারি) ভোরে বড়বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
আটক ছিনতাইকারী চক্রের ৩ সদস্য হলো- জেলার হোসেনপুর উপজেলার ব্রাহ্মনকান্দি এলাকার মো. শাহাব উদ্দিনের ছেলে মো. ফরহাদ উদ্দিন (২৮), একই উপজেলার হাজীপুরের গাবরগাঁও এলাকার গোলাম সোবহানের ছেলে মারুফ আহমদ (২০) এবং সদর উপজেলার ধনাইল এলাকার দলিল উদ্দিনের ছেলে আরিফ আহমেদ রকি (৩০)।
র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের উপপরিচালক মেজর মো. শাহরিয়ার মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, “রেনডম ফরহাদ” নামে একটি ছিনতাইকারী চক্র দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জের বিভিন্ন জায়গায় লোকজনের কাছ থেকে মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করে আসছিল। সেই তথ্যের ভিত্তিতে ছিনতাই চক্রের গ্রুপ “রেনডম ফরহাদ”-এর উপর র্যাব ছায়া গোয়েন্দা নজদারী চালায়। পরে চক্রের সদস্যদের ধরতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার ভোর পর্যন্ত শহরের বড়বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইচক্রের সদস্য মো. ফরহাদ উদ্দিন, মারুফ আহমদ ও আরিফ আহমেদ রকিকে আটক করা হয়। তাদের কাছ থেকে মোবাইলের আইএমইআই নাম্বার পরিবর্তনের বিভিন্ন ডিভাইস ও ক্যাবল, ১টি সুইচ গিয়ার চাকু, ২টি মোবাইল ফোন, ১টি সিপিইউ এবং ১টি মনিটর উদ্ধার করা হয়।
র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, মো. ফরহাদ উদ্দিন উক্ত ‘রেনডম ফরহাদ’ ছিনতাই চক্রের মূলহোতা এবং তার নামে ইতিপূর্বে ছিনতাই, চুরি ও মাদক মামলাসহ ৩টি মামলা চলমান রয়েছে। তারা আরও স্বীকার করেছে যে, তারা সকলেই দীর্ঘদিন যাবৎ কিশোরগঞ্জ শহরের বিভিন্ন স্থানে পথযাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করে ছিনতাইকৃত মোবাইল কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকার ইসলামীয়া সুপার মার্কেটের ২য় তলায় শাম্মী টেলিকম নামক দোকানে অভিযুক্ত আরিফ আহমেদ রকির কাছ থেকে ফোনের লক ফ্লাস আনলক করে আইএমইআই নাম্বার পরিবর্তন করে বিক্রি করে আসছিল।
আটক আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।