ফুলবাড়ীতে ১৫ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেপ্তার
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা-পুলিশের অভিযানে ১৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি মিজানুর রহমানকে (২১) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী গ্রাম থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আদালতে একটি মামলা বিচারাধীন।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযানে চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।