সংগৃহীত ছবি
ঢাকা: পল্টন থানার নাশকতার অভিযোগের মামলায় বিএনপির ৭ নেতাকর্মীকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শনিবার (৯ ডিসেম্বর) পল্টন থানার পৃথক দুই মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত দুই দিনের রিমান্ডের মঞ্জুর করেন।
রিমান্ডে থাকা আসামিরা হলেন, মো. সিদ্দিক হাওলাদার, মো. দিলগনি, নুর মোহাম্মদ শাহিন, নাজির হোসেন, মো. মাসুদ, মো. সোহাগ হাওলাদার ও মোহাম্মদ আলমগীর।
এর আগে গত ৮ ডিসেম্বর রাজধানীর শাহবাগ থানাধীন এলাকা থেকে তাদের আটক করা হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলটি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা প্রধান বিচারপতির বাস ভবনে হামলা, বাসে ভাঙচুর সহ বিভিন্ন জায়গায় নাশকতা সৃষ্টি করে। ওই সময়ের করা একটি মামলায় তাদের গ্রেফতার করে রিমান্ডে নেয় পুলিশ।
বাংলাবার্তা/সবুজ