মোহাম্মদ হাসিবুর রহমান মানিক। ছবি : সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তথ্য গোপন করে আদেশ নেওয়ায় ঢাকা–৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাসিবুর রহমান মানিকের প্রার্থিতা বাতিল করেছেন হাইকোর্টের আপিল বিভাগ। ফলে নির্বাচনে প্রার্থী হতে পারলেন না ডিএসসিসির ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক।
মঙ্গলবার (২ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
জানা যায়, গত ১৪ ডিসেম্বর হাসিবুর রহমান মানিকের প্রার্থিতা বাতিল করে দেয় নির্বাচন কমিশন। পরবর্তীতে ১৭ ডিসেম্বর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যান মানিক। সেখানে শুনানি শেষে আদেশ না পাওয়ায়, নিজ আইনজীবীর মৌখিক আবেদনে তা কার্যতালিকা থেকে বাদ দেন হাইকোর্ট। পরদিনই এনেক্স ১০ নম্বর কোর্টে ফের রিটটি শুনানির জন্য নিয়ে যান বিচারপতি ইকবাল কবীরের বেঞ্চে। সেখানে রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।
এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে না গিয়ে পুরো বিষয়টি গোপন করে পুনরায় ভিন্ন আইনজীবীর মাধ্যমে একটি নতুন রিট করেন তিনি। যার শুনানি হয় বিচারপতি আবু তাহের সাইফুর রহমানের কোর্টে। শুনানি শেষে আদালত তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়। কিন্তু সেখানে জানানো হয়নি আগের রিটের কোনো তথ্যই। হাইকোর্ট রুলস অনুযায়ী একই বিষয়ে দুবার রিট করা যায় না।
২০ ডিসেম্বর আদেশ হওয়ার সঙ্গে সঙ্গেই ওইদিন বিকেলেই প্রতীক দেয়া হয় হাসিবুর রহমান মানিককে।
বাংলাবার্তা/এমপি/এমকে