ড. মুহাম্মদ ইউনূস (ছবি: বাংলাবার্তা)
শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাজা বিরুদ্ধে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে আপিল গ্রহণ করেছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের জামিন দিয়েছেন আদালত।
রোববার (২৮ জানুয়ারি) শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল এ আদেশ দেন। পরবর্তী শুনানির তারিখ আগামী ৩ মার্চ ধার্য করেছেন আদালত।
এর আগে এদিন শ্রম আপিল ট্রাইব্যুনাল হাজির হয়ে সাজার বিরুদ্ধে ২৫টি যুক্তি দেখিয়ে খালাস চেয়ে আপিল করেন তারা। একই সঙ্গে জামিন আবেদনও করা হয়।
গত ১ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সাথে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেন আদালত। তবে আপিল করার শর্তে আসামিদের এক মাসের জামিন দেওয়া হয়। ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় দেন।
আরও পড়ুন: অগ্রণী ব্যাংকের এমডিসহ ৫ কর্মকর্তার দণ্ড
দণ্ডিত অপর ৩ আসামি হলেন, গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম এবং মো. শাহজাহান।
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চার জনের বিরুদ্ধে এ মামলা করেন।
বাংলাবার্তা/এসএ/এমকে