সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী (পুরনো ছবি)
ঢাকা: রাজধানীর রমনা মডেল থানার নাশকতার এক মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে কারামুক্তিতে আরও দুই মামলায় বাধা রয়েছে বলে জানিয়েছেন তার পক্ষের আইনজীবীরা।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত জামিন মঞ্জুর করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।
তিনি বলেন, এর আগে কয়েকটি মামলায় জামিন পেয়েছেন তিনি। তবে প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় এবং আরেক মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় কারাগারে রয়েছেন তিনি। এ জন্য তার কারামুক্তি মিলছে না।
উল্লেখ্য, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলায় গেল বছরের ৪ নভেম্বর ভোরে রাজধানীর উত্তরা থেকে আলতাফ হোসেন চৌধুরীকে আটক করা হয়। পরে গত ৫ নভেম্বর তাকে আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
বাংলাবার্তা/এসএ/এআই