হাইকোর্ট (ফাইল ছবি)
বাংলাদেশসহ বিভিন্ন দেশের মেডিকেল সেক্টরে মাফিয়া চক্র কাজ করছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এই মাফিয়া চক্র মেডিকেল উপকরণ সরবরাহে রি-এজেন্ট হিসেবে কাজ করে বলেও মন্তব্য করেন আদালত।
রোববার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় রিটের শুনানিতে এ মন্তব্য করেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতবুল্লাহ।
আদালত আরও বলেন, স্বাস্থ্যখাত নিয়ে সবাইকে আরও সচেতন হতে হবে। শুধু আদেশ দিলাম, আর পত্রিকায় নাম আসলো, এটা আমরা চাই না। দেশের ১৮ কোটি মানুষকে সচেতন হতে হবে।
এ মামলায় পরবর্তী আদেশ এবং শুনানির জন্য আগামী মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিন ধার্য করেছেন আদালত।
আরও পড়ুন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ চৌধুরীর জামিন, তবে মুক্তিতে বাধা
দেশের স্বাস্থ্যখাত নিয়ে তথ্য ও আইন তুলে ধরার জন্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরকে ‘ইন্টারভেনর’ হিসেবে অন্তর্ভুক্ত করেন আদালত।
মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষের ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ। আর রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ বি এম শাহজাহান আকন্দ মাসুম।
রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খৎনা করাতে গিয়ে ভুল চিকিৎসায় মৃত্যু হয় শিশু আয়ানের। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পাশাপাশি প্রতিকার ও ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়।
বাংলাবার্তা/এসএ