ছবি : সংগৃহীত
বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে আটক গাড়ি চালক কফিল উদ্দিন এবং কেএনএফ-এর সদস্য ভান লাল বয় বমের (৩৩) ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
রোববার (২১ এপ্রিল) দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসাইন পুলিশের রিমান্ড আবেদন শুনানি শেষে উভয়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৮ এপ্রিল সকালে থানচির শাহজাহান পাড়া থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত গাড়িসহ তাদের গ্রেপ্তার করা হয়। তারা গত ৬ এপ্রিল থানচি থানায় দায়ের করা মামলার আসামি।
থানচি থানার আরো তিনটি মামলাতেও আসামি হিসেবে তাদের নাম রয়েছে।
সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর ৬ (২) এবং দণ্ডবিধির ৩০৭/৩৯৮ ধারায় দায়ের করা এ মামলায় মোট আসামি পাঁচ জন। এরা হচ্ছেন, রোয়াংছড়ি রনিনপাড়ার বাসিন্দা মিস জেমিনিও বম (২০), অ্যাসেলনচেও বম (১৯), ভাননুন নুয়াম বম (২৩), থানচি বাজারের গাড়ি চালক কফিল উদ্দিন এবং থানচির শাহজাহান পাড়ার বাসিন্দা ভান লাল বয় বম (৩৩)।
মামলায় বলা হয়, গত ৩ এপ্রিল দুপুরে একদল সশস্ত্র সন্ত্রাসী থানচি উপজেলা সদরে অবস্থিত সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাংক দুটির ক্যাশ কাউন্টার থেকে কয়েক লাখ টাকা লুট করে।
বাংলাবার্তা/এআর