ছবি : সংগৃহীত
রাজধানীর রাজধানীর গুলশানে ফিলিস্তিন দূতাবাসের সামনে এক কনস্টেবল অন্য এক কনস্টেবল মনিরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় ঘাতক কাওসার আলীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (০৯ জুন) তাকে আদালতে হাজির করে পুলিশ।
এই ঘটনার মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদ এ রিমান্ড মঞ্জুর করেন।
শনিবার (০৮ জুন) দিনগত রাত পৌনে ১২টা থেকে ১২টা ৫ মিনিটের মধ্যে রাজধানীর গুলশান-বারিধারার কূটনীতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে গুলিতে নিহত হন কনস্টেবল মনিরুল ইসলাম।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন জাপান দূতাবাসের এক গাড়িচালকও। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাবার্তা/এআর