ছবি : সংগৃহীত
জুলাই-আগস্ট গণহত্যায় দেড় শতাধিক হত্যা মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিদেশে পলাতকদের ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।
রোববার (১৩ অক্টোবার) ধানমন্ডিতে ট্রাইব্যুনালের কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ছুটির দিন হলেও এদিন কার্যালয়ে বৈঠক করেছেন ট্রাইব্যুনালের সদস্যরা। সেখানে তাজুল ইসলাম এও জানান, গণহত্যার বিচারের জন্য চলতি সপ্তাহেই বিচারক নিয়োগ দেওয়া হবে।
চিফ প্রসিকিউটর বলেন, ‘বিচারক নিয়োগ হলে এ সপ্তাহেই জুলাই-আগস্ট গণহত্যায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হবে। শেখ হাসিনাসহ বিদেশে পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে।’
বাংলাবার্তা/এআর