ছবি : সংগৃহীত
প্রবাসী অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। এ মামলার আরেক আসামি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিকও অব্যাহতি পেয়েছেন।
রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে ঢাকার রমনা মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়েছিল।
আজ (বৃহস্পতিবার) সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল থেকে এ তথ্য পাওয়া গেছে।
জানা যায়, গত ৯ অক্টোবর মামলার চার্যশিট (অভিযোগপত্র) আমলে গ্রহণের জন্য দিন ঠিক করা হয়েছিল। ওইদিন বিচারক চার্যশিট পর্যালোচনা করে অপরাধ আমলে গ্রহণ করেননি এবং দুজনকে অব্যাহতি দেন।
২০২২ সালের ১৫ অক্টোবর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট রমনা থানায় পিনাকী ভট্টাচার্যসহ তিনজনের নামে এ মামলা করেন। মামলায় মফিজুর রহমান ও মুশফিকুল ফজল আনসারী নামের অপর দুজনকে আসামি করা হয়। তদন্ত শেষে গত ৭ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা পিনাকীসহ দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্যশিট জমা দেন।
বাংলাবার্তা/এমআর