ছবি : সংগৃহীত
‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি’ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ১০ বছরের সাজার বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য ১০ নভেম্বর দিন ঠিক করেছেন আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চে এই বিষয়ে শুনানি হবে।
আজ সোমবার (৪ নভেম্বর) বেগম জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ তথ্য নিশ্চিত করেন।
এই মামলায় ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ বেগম জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। পাশাপাশি মামলার অন্য পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছিল।
জিয়া অরফানেজ ট্রাস্টের নামে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে বিএনপি চেয়ারপারসনকে সাজা দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫।
পাশাপাশি মামলায় বেগম জিয়ার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড হয়। আর বেগম জিয়াসহ প্রত্যেককে দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।
বাংলাবার্তা/এমআর