ছবি : সংগৃহীত
মাওলানা রফিকুল ইসলাম মাদানী ডিজিটাল নিরাপত্তা আইনে করা ৪টি মামলায় খালাস পেয়েছেন।
আজ বুধবার (৬ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল মামলাগুলোর সাক্ষ্যগ্রহণ পর্যায় থেকে জনপ্রিয় এই ইসলামিক বক্তাকে খালাস দেন।
রাজধানী ঢাকার মতিঝিল, পল্টন, তেজগাঁও ও গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া পৃথক ৪টি মামলায় আদালত এই রায় দেওয়া হয়।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. রফিকুল ইসলাম বলেন, মামলায় সাক্ষীরা আদালতে ঘটনার বিষয়ে কিছুই বলতে পারেননি। শুধুমাত্র মামলার তদন্তকারী কর্মকর্তা তাদেরকে সাক্ষী হিসেবে উপস্থাপন করান। এসব মামলায় সাক্ষ্যগ্রহণ পর্যায়ে বিচারক তাকে মামলার দায় থেকে খালাস দিয়েছেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ২০২১ সালের ৭ এপ্রিল নেত্রকোনায় নিজ বাড়ি থেকে রফিকুল মাদানীকে আটক করে। পরের দিন তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে হস্তান্তর করা হয়। এরপর গাছা থানায় করা মামলায় কারাগারে পাঠানো হয়। পরে মতিঝিল, পল্টন ও তেজগাঁও থানায় আরও ৩টি মামলা হয়।
বাংলাবার্তা/এমআর