ছবি : সংগৃহীত
‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি’ মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১০ বছরের কারাদণ্ড স্থগিত করা হয়েছে।
হাইকোর্টের দেওয়া এই রায় আজ সোমবার (১১ নভেম্বর) আপিল বিভাগ স্থগিত করেন। সে সঙ্গে রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসনকে আপিলের অনুমতিও দেওয়া হয়েছে।
এর আগে এই দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বেগম জিয়ার আপিলের অনুমতি চেয়ে আবেদনের ওপর শুনানি শেষ হয়।
আদালতে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার কায়সার কামাল আবেদনের পক্ষে ছিলেন। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান রাষ্ট্রপক্ষে ছিলেন। আইনজীবী আসিফ হাসান দুদকের পক্ষে ছিলেন।
গত ৪ নভেম্বর বেগম জিয়ার আবেদনের প্রেক্ষিতে দুটি লিভ টু আপিলের ওপর শুনানির দিন ঠিক করেন আপিল বিভাগ।
খালেদা জিয়া ২০১৯ সালের ১৪ মার্চ আপিল বিভাগে দুটি লিভ টু আপিল করেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত।
একই বছর খালেদা জিয়ার দণ্ড বৃদ্ধি চেয়ে দুদকের আবেদনে রুল দেন হাইকোর্ট। পরে ২০১৮ সালের ৩০ অক্টোবর খালেদা জিয়ার সাজা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট।
বাংলাবার্তা/এমআর