ছবি : সংগৃহীত
কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন, ২০১০-এর ৯ ধারায় দায়মুক্তির বিধানটি অবৈধ ছিল বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
‘কুইক রেন্টালে দায়মুক্তি আইন’ কেন অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করা হবে না সেটি জানতে চেয়ে রুলের শুনানি শেষে গত ৭ নভেম্বর রায়ের দিন ধার্য করেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ড. শাহদীন মালিক। সঙ্গে ছিলেন ব্যারিস্টার সিনথিয়া ফরিদ।
‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন-২০১০’- এর ৯ ও ৬ (২) ধারা অনুযায়ী, রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের কোনো কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে আইনি ব্যবস্থা নিতে আদালতে আবেদন কিংবা মামলা করা যাবে না। এই ধারা দুটি চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর প্রাথমিক শুনানি শেষে গত ২ সেপ্টেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্টে বেঞ্চ সোমবার রুল জারি করেন। এই রুলের ওপর চূড়ান্ত শুনানি করে আজ হাইকোর্ট রায় দেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার গত ১৮ আগস্ট আইনটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে। গেল ২৭ আগস্ট এই আইন ৬(২) উপধারা এবং ৯ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহদীন মালিক ও আইনজীবী মোহাম্মদ তায়্যিব-উল-ইসলাম সৌরভ।
বাংলাবার্তা/এমআর