ছবি : সংগৃহীত
ছাত্র-জনতার জুলাই-আগস্ট আন্দোলনে ব্যবসায়ী মো. আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে ৮ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে রিমান্ড শুনানির সময় সাবেক খাদ্যমন্ত্রী বলেন, ‘আমার এলাকা (সংসদীয় আসন) কেরানীগঞ্জ। নিউমার্কেট এলাকা তো আমার অধীনে নয়। আর আমি এই এলাকার সংসদ সদস্য না। মামলায় আমাকে ৫৬ নম্বর আসামি করেছে। হয়তো ভুলে আমার নাম এজাহারে উঠে গেছে।’
কামরুল ইসলামের এসব কথার বিপরীতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘উনি (কামরুল ইসলাম) সব হত্যাকণ্ডে জড়িত। শেখ হাসিনার সাথে মিটিংয়ে থেকে তিনি হত্যার ষড়যন্ত্র করেছেন।’
এবার রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্যে প্রতিবাদে রীতিমতো হুঙ্কার ছেড়ে সাবেক খাদ্যমন্ত্রী বলেন, ‘সব দিন তো একরকম যায় না। এই দিন, দিন না।’
এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা চটে যান। এরপর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আট দিন রিমান্ড দিয়ে এজলাস থেকে নেমে যান।
আজ সকালে কামরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। পরে পুলিশ ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে।
কামরুল ইসলামকে গতকাল সোমবার (১৮ নভেম্বর) রাতে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।
গত ১৯ জুলাই বিকাল পাঁচটায় নিউমার্কেটের এক নং গেটের সামনে ব্যবসায়ী ওয়াদুদ গুলিতে মারা যান। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় নিহতের শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে এই মামলা করেন।