ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সব আসামিকে খালাস করে দিয়েছেন আদালত।
আজ বুধবার (২৭ নভেম্বর) ৭ বছরের সাজার বিরুদ্ধে বেগম জিয়ার আপিল মঞ্জুর করেন হাইকোর্ট।
মামলার নথ থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে বেগম জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। ২০১০ সালে আগস্টের ৮ তারিখ রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের হয়।
২০১২ সালের জানুয়ারির ১৬ তারিখে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশীদ বেগম জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে কোর্টে অভিযোগপত্র জমা দেন। ২০১৪ সালের মার্চের ১৯ তারিখ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত।
২০১৮ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের সাত নম্বর কক্ষে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সাজা হয় মামলার অপর তিন আসামিরও।
বাংলাবার্তা/এমআর