ছবি : সংগৃহীত
সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। শহিদ আবু সাঈদ ও অন্যান্য শহিদদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে মানহানির মামলা রয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে আইনজীবী নিয়ে এসে তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।
আদালতে উর্মির পক্ষে আইনজীবী মেহেদী হাসান পাটোয়ারি শুনানি করেন। জামিনের বিরোধিতা করেন আইনজীবী খাদেমুল ইসলাম। একইসঙ্গে আসামির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ অভিযোগের আবেদন করেন তিনি। শুনানি শেষে ৫শ টাকা মুচলেকায় উর্মি জামিনের আদেশ দেন আদালত।
গেল ৮ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ তার বিরুদ্ধে মামলার আবেদন করেন। ওই দিনই বাদীর জবানবন্দি রেকর্ড করে আদালত আসামি ঊর্মিকে ২৮ নভেম্বরের মধ্যে আদালতে হাজির হতে বলেন।
মামলার অভিযোগে বলা হয়, ‘গত ৫ অক্টোবর আসামি তাপসী তাবাসসুম উর্মি বৈষম্যবিরোধী আন্দোলনের শহিদ আবু সাঈদই নয় এবং ছাত্র-গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর কথা সোশ্যাল মিডিয়া ফেসবুক লেখেন। যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদগার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।’
বাংলাবার্তা/এমআর