ছবি : সংগৃহীত
ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে বহু গুম এবং গুমের পর নির্যাতনের অভিযোগের মামলায় র্যাপিড অ্যাকশ ব্যাটালিয়ন-র্যাবের সাবেক ২ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
আগামী সোমবার তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাজির হতে হবে। বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে ২ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বিষয়টি নিশ্চিত করেন।
র্যাবের অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন- সাবেক এসপি মহিউদ্দিন ফারুকী এবং বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।
বাংলাবার্তা/এমআর