ছবি : সংগৃহীত
জুলাই-আগস্ট বিপ্লবে হত্যাচেষ্টার ঘটনায় ঢাকার উত্তরা পূর্ব থানায় দায়ের মামলায় অভিনেত্রী শমী কায়সারের জামিন আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন ও বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আদেশটি দেন।
আদালতে আইনজীবী এ. বি. এম. হামিদুল মেসবাহ শমীর পক্ষে শুনানিতে অংশ নেন।
ছাত্র-জনতার বিপ্লকে গত ১৮ জুলাই মো. ইশতিয়াক মাহমুদ নামে একজন ব্যবসায়ীকে হত্যার চেষ্টা করা হয়। এই ঘটনায় গত সেপ্টেম্বরের ২৯ তারিখ উত্তরা পূর্ব থানায় মামলাটি করা হয়েছির। গত ৫ নভেম্বর শমীকে গ্রেফতার করে পুলিশ। পরে রিমান্ড শেষে ৯ নভেম্বর কারাগারে পাঠানো হয়।
বাংলাবার্তা/এমআর