ছবি : সংগৃহীত
আইন অনুযায়ী চুক্তি মেনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ গ্রহণ করতে ভারতকে আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান।
আজ বুধবার (১১ ডিসেম্বর) চিফ প্রসিকিউটরসহ অন্য প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান।
টবি ক্যাডম্যান জানান, ট্রাইব্যুনাল আইনের সংশোধিত অধ্যাদেশটি আন্তর্জাতিক মানের হয়েছে। কিছু ব্যাপারে আরো সংশোধন দরকার বলে মনে করেন তিনি।
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক মানদণ্ড মেনে স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিচার প্রক্রিয়ায় ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করতে আশ্বাস দেন ক্যাডম্যান।
টবি ক্যাডম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অপরাধ ও মানবাধিকার আইনজীবী ও প্রত্যর্পণ বিশেষজ্ঞ, লন্ডনভিত্তিক ল’ ফার্ম গার্নিকা ৩৭ গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ও গার্নিকা ৩৭ চেম্বারসের যুগ্ম প্রধান।
বাংলাদেশ সময় গত ২০ নভেম্বর) রাতে এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ক্যাডম্যান তার নিয়োগের তথ্যটি জানান।
তখন ক্যাডম্যান লেখেন, ‘আমি এই ঘোষণা দিতে পেরে খুবই আনন্দিত এবং সম্মানিতবোধ করছি যে, আমাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার নিয়োগ দেয়া হয়েছে।’
বাংলাবার্তা/এমআর