
ফাইল ছবি
নোয়াখালীর সাউথ বাংলা হাসপাতালে চিকিৎসকের অবহেলা ও অপচিকিৎসায় মা উম্মে সালমা নিশি ও তার নবজাতকের মৃত্যু ঘটনায় তাদের পরিবারকে কেন ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, নোয়াখালীর সিভিল সার্জন, সাউথ বাংলা হাসপাতালসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা এই রুলের জবাব দিতে হবে। হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ এই রুল জারি করেন।
গত বছর ১৬ অক্টোবর উম্মে সালমা নিশির অন্তঃসত্ত্বা অবস্থায় সাউথ বাংলা হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার পর, হাসপাতাল কর্তৃপক্ষ কোন পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই এবং অভিভাবকের সম্মতি না নিয়েই সিজারিয়ান অপারেশন করেন। এতে ঘটনাস্থলেই মা ও শিশুর মৃত্যু হয়। পরে মৃত্যুর তথ্য ধামাচাপা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ উম্মে সালমাকে কুমিল্লা রেফার করেন। সেখানে গিয়ে চিকিৎসকরা জানান, রোগী অনেক আগেই মারা গেছেন।
রিট আবেদনের আইনজীবী মো. সোলায়মান তুষার জানান, এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের অবহেলা ও অপচিকিৎসার কারণে সংবিধানের ১৮ ও ৩২ অনুচ্ছেদ লঙ্ঘিত হয়েছে। তাদের এ দায়ে অব্যাহতি দেয়া সম্ভব নয়।
এটি একটি অত্যন্ত শোকাবহ ঘটনা, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তোলেছে।
বাংলাবার্তা/এমএইচ