
ফাইল ছবি
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে অস্ত্র মামলায় দেওয়া ১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
মামলার পটভূমি
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৮ মে বাবরের গুলশানের বাসা থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের অভিযোগে মামলা করা হয়। ৩ জুন গুলশান থানায় এই মামলা দায়ের করা হয়।
মামলার বিচার শেষে একই বছরের ৩০ অক্টোবর ঢাকা মহানগর নয় নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালত বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন।
সেই রায়ের বিরুদ্ধে তিনি ২০০৭ সালেই হাইকোর্টে আপিল করেন। দীর্ঘ শুনানি শেষে বুধবার এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে হাইকোর্ট তাকে খালাস দেন।
১৭ বছর কারাবন্দি থাকার পর মুক্তি
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ২০০৭ সালের ২৮ মে গ্রেপ্তার হন। এরপর বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে সাজা হয় এবং দীর্ঘ ১৭ বছর তিনি কারাগারে কাটান।
পরবর্তীতে একাধিক মামলায় খালাস ও জামিন পাওয়ার পর ২০২৪ সালের ১৬ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
আইনজীবীদের প্রতিক্রিয়া
বাবরের আইনজীবী জানান, "এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বিচারপ্রক্রিয়ায় ছিলেন এবং এখন ন্যায়বিচার পেলেন।"
সরকারপক্ষের কৌঁসুলিরা জানিয়েছেন, পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
১৭ বছর ধরে কারাগারে থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অস্ত্র মামলায় হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় আইনি লড়াইয়ে একটি নতুন অধ্যায় রচিত হলো। তবে মামলার ভবিষ্যৎ নিয়ে আইনজীবীদের বক্তব্য অনুযায়ী রাষ্ট্রপক্ষ আপিল করতে পারে কিনা, তা সময়ই বলে দেবে।