
ফাইল ছবি
বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার আসামিকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ঘুষ গ্রহণের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজনকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার একটি আদালত এ রায় ঘোষণা করেন। এতে করে বিচারিক আদালতে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে আর কোনো মামলা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা।
রায়ের প্রভাব ও রাজনৈতিক বিশ্লেষণ
আইনজীবীদের মতে, এই রায়ের ফলে দেশে ফিরে তারেক রহমানের রাজনীতিতে অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা রইল না।
বিএনপি নেতাকর্মীরা একে ‘ন্যায়বিচারের জয়’ হিসেবে দেখছেন, অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই রায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।
বাংলাবার্তা/এমএইচ