
ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। তদন্ত সংস্থা জানিয়েছে, তারা মামলার ব্যাপারে ‘পর্যাপ্ত’ সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করেছে।
বুধবার (২ এপ্রিল) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “তদন্ত প্রতিবেদনে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আমরা অভিযোগ গঠন করব। মামলাটি শক্তিশালী, এবং আমরা আদালতে তা অকাট্যভাবে প্রমাণ করব।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের আগস্ট মাসে পুনর্গঠিত হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা (বিবিধ মামলা) গ্রহণ করে। মামলায় তাঁর বিরুদ্ধে গণহত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও আসামি করা হয়েছে।
তদন্ত সংস্থা জানিয়েছে, মামলার চূড়ান্ত প্রতিবেদন এখনো প্রস্তুত হয়নি, তবে এটি দ্রুতই সম্পন্ন করা হবে। আগামী ২০ এপ্রিল এই প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিলের নির্ধারিত সময় রয়েছে।
এছাড়া, শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে, যার মধ্যে একটিতে গুম ও খুন এবং অন্যটিতে শাপলা চত্বরে হেফাজতের কর্মীদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “ফরমাল চার্জ দাখিলের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। যেকোনো সময় অভিযোগ দাখিল করা হবে।”
অপরাধ তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ মামলায় প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে। মামলার পরবর্তী কার্যক্রমের ওপর দেশ-বিদেশের নজর রয়েছে।
বাংলাবার্তা/এমএইচ