
ছবি: সংগৃহীত
জুলাই মাসে সংঘটিত ভয়াবহ গণহত্যার তিনটি মামলার মধ্যে অন্তত দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ এ মাসেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তাজুল ইসলাম বলেন, “জুলাই গণহত্যার তিনটি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। আমরা সেগুলো যাচাই-বাছাই করছি। আশা করছি, অন্তত দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ এ মাসেই দাখিল করতে পারব।”
তিনটি মামলার মধ্যে রয়েছে —
১. প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও গণহত্যার অভিযোগে দায়ের করা মামলা,
২. আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনা সংক্রান্ত মামলা, এবং
৩. চানখারপুল এলাকায় সংঘটিত গণহত্যা মামলা।
প্রসিকিউটর তাজুল ইসলাম আরও বলেন, “আমরা বিশ্বাস করি, এই মামলাগুলোর যথাযথ বিচার হলে সত্য সামনে আসবে এবং ইতিহাসের কলঙ্কমুক্তি ঘটবে।”
তিনি বলেন, “ট্রাইব্যুনালের বিচারকাজকে বাধাগ্রস্ত করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। কিন্তু কোনো ষড়যন্ত্র, কোনো অপপ্রচার আমাদের থামাতে পারবে না। জনগণ বিচার চায়, এবং আমরা সেই বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এ সময় তিনি ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, “কেউ কখনও প্রমাণ করতে পারবে না যে প্রসিকিউশন বা তদন্ত সংস্থার কেউ দুর্নীতির সঙ্গে জড়িত।”
গত বছরের জুলাই মাসে সংঘটিত এই গণহত্যাগুলোর ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বহু নিরীহ মানুষ নিহত হন এবং বেশ কয়েকটি এলাকায় সংঘটিত হয় পরিকল্পিতভাবে হত্যা ও দেহ পোড়ানোর মর্মান্তিক ঘটনা। এ ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে আসছিলেন ভুক্তভোগী পরিবার ও মানবাধিকার সংগঠনগুলো।
চলমান বিচার প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চললেও প্রসিকিউশন পক্ষ বলছে, তারা নিরপেক্ষভাবে এবং কঠোর আইনগত প্রক্রিয়ায় অপরাধীদের বিচারের আওতায় আনতে কাজ করছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ সংক্রান্ত মামলাগুলোর শুনানি শুরু হলে, দেশের ইতিহাসে এটি হতে যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিচার প্রক্রিয়া।
বাংলাবার্তা/এমএইচ