
ছবি: সংগৃহীত
বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। খুলনায় আয়োজিত একটি আঞ্চলিক সেমিনারে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিক প্রচেষ্টায় বর্তমানে বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ সফলভাবে বাস্তবায়নের পথে এগোচ্ছে।
শনিবার সকালে খুলনার হোটেল সিটি ইন-এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেমিনারটির আয়োজন করে সুপ্রিম কোর্ট এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ। সেমিনারে ‘Judicial Independence and Efficiency in Bangladesh’ শীর্ষক আলোচনায় প্রধান বিচারপতি বলেন, “পৃথক সচিবালয়ের বিষয়ে আইন মন্ত্রণালয় যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে এবং সংশ্লিষ্ট অধ্যাদেশ প্রণয়নের কাজ দ্রুত এগিয়ে চলছে।”
তিনি জানান, এর মাধ্যমে বিচার বিভাগের নিজস্ব প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠিত হবে, যা বিচার বিভাগের স্বাধীনতা এবং দক্ষতা নিশ্চিত করতে সহায়ক হবে। বিচার বিভাগীয় স্বাধীনতার পথে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, “জুলাই বিপ্লবের পর দেশের বিচার বিভাগ একটি নতুন যাত্রা শুরু করেছে এবং জনগণের হারানো আস্থা পুনরুদ্ধারে কাজ করছে।”
প্রধান বিচারপতি এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, তাদের সক্রিয় সহযোগিতার কারণেই উচ্চ আদালতের বিচারক নিয়োগে অধ্যাদেশ প্রণয়নসহ গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব হয়েছে।
সেমিনারে বক্তারা বিচার বিভাগে স্বচ্ছতা, দক্ষতা এবং নাগরিকদের সহজে বিচার প্রাপ্তি নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করেন।
বাংলাবার্তা/এমএইচ