
ছবি: সংগৃহীত
জুলাই মাসে রাজধানী ঢাকার চাঁনখারপুলে ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যা মামলায় ৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। এটি ২০২৫ সালের জুলাই-আগস্টের গণহত্যা মামলার প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন।
এই মামলার তদন্ত সংস্থা ঘটনাটি সংশ্লিষ্ট মামলাটির প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন হিসেবে দাখিল করেছে, যার মাধ্যমে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তারিত চিত্র উঠে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চলতি তদন্ত পর্বে মানবাধিকার লঙ্ঘন এবং প্রতিবাদী ছাত্রদের ওপর বর্বর হামলার সঠিক বিচার প্রক্রিয়া অনুসরণ করছে।
পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার পর ট্রাইব্যুনালে সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে আরও তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে আদালত শুনানির জন্য নির্দেশ প্রদান করবে। গণহত্যা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে, যার মাধ্যমে দেশব্যাপী বৈষম্য এবং অস্থিরতার বিরুদ্ধে ন্যায়বিচারের আলো দেখানো হবে।
বাংলাবার্তা/এমএইচ