এলপি গ্যাস সিলিন্ডার। ছবি : সংগৃহীত
নতুন বছর শুরুর দ্বিতীয় দিনে এলপি গ্যাসের দাম নিয়ে দুঃসংবাদ দিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি ১২ কেজি সিলিন্ডারে দাম ২৯ টাকা বাড়ানো হয়েছে। নতুন মূল্য ১৪৩৩ টাকা।
মঙ্গলবার (০২ জানুয়ারি) বিকাল ৩টার দিকে বিইআরসির হল রুমে এক সংবাদ সম্মেলনে এর দাম ঘোষণা করা হয়। নতুন দাম সন্ধ্যা ৬টার পর থেকে কার্যকর করতে বলা হয়েছে। ১২ কেজির আগের দাম ছিল ১৪০৪ টাকা।
কেজিতে দাম বেড়েছে ২.৩৮ টাকা। অটোগ্যাস লিটার প্রতি ৬৪.৪৩ টাকা থেকে বাড়িয়ে ৬৫.৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ দাম বিশ্ব বাজারদর ও ডলারের মূল্য বৃদ্ধির কারণে বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান।
এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের, মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান।
বাংলাবার্তা/এআর