ছবি : সংগৃহীত
রমজানে বাজারে চিনির সংকট হবে না জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, কয়েকদিন আগে এস আলম চিনি কারখানায় আগুন লেগেছে। বিষটি আমরা পর্যবেক্ষণ করেছি। অন্য কারখানার সাথে যোগাযোগও করেছি। তাদের কাছে পর্যাপ্ত চিনি মজুত আছে। তাই চিনির সংকট হবে না।
বৃহস্পতিবার (৭ মার্চ) কলোনি বাজার পলিটেকনিক মাঠে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রতি মাসে ১ কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া হচ্ছে। টিসিবির পণ্য ক্রয় করতে অনেক সময় গ্রাহকদের ভোগান্তি পোহাতে হয়। এই কষ্ট লাঘব করতেই টিসিবির ডিলারশিপের দোকানগুলো নির্দিষ্ট করে দেওয়া হবে। একই সাথে গ্রাহকদের তথ্য যাচাই বাছাই করে ডিজিটাল কার্ড দেওয়া হবে।
তিনি আরও বলেন, বিশ্ব বাজারে খাদ্যের দাম অনেক বেশি। তারপরও আমরা এ সেবা গ্রহণকারীদের সাশ্রয়ীমূল্যে পণ্য দিচ্ছি। ১৬৩ টাকার তেল ১০০ টাকায় এবং ১৪০ টাকার চিনি ৭০ টাকায় দিচ্ছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান মো. আরিফুল হাসানসসহ অনেকে।
বাংলাবার্তা/এসএ