ছবি : সংগৃহীত
এবার ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য ১৯১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের থেকে ৩৭ কোটি ৭৫ লাখ ৬২ হাজার টাকা বেশি।
বৃহস্পতিবার (০৬ জুন) বিকালে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই প্রস্তাবিত বাজেট পেশ করেন।।
গত ২০২৩-২৪ অর্থবছরে প্রস্তাবিত বাজেট দুদকের জন্য বরাদ্দ ছিল ১৮৫ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে দাঁড়ায় ১৫৩ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা। এ বাজেটে দুদকের পরিচালন খাতে ১৭৯ কোটি ৩০ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ১২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার (০৬ জুন) বিকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে এই বাজেট পেশ করেন।