ছবি : সংগৃহীত
২০২৪-২৫ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা খাতে গতবারের চেয়ে ৪ হাজার ২১২ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তার করা হয়েছে। এই অর্থবছরে দাঁড়িয়েছে ৪২ হাজার ১৪ কোটি টাকা। যা গত বাজেট ছিল ৩৭ হাজার ৮০২ কোটি টাকা।
বৃহস্পতিবার (৬ জুন) বিকালে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রস্তাবিত বাজেট পেশ করেন।
এই মন্ত্রণালয়ের প্রতিরক্ষা সার্ভিসের জন্য ৪০ হাজার ৮২ কোটি, আর অন্যান্য সার্ভিসে ১ হাজার ৮৮৬ কোটি ও সশস্ত্র বাহিনী বিভাগের জন্য ৪৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর উত্থাপিত প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।
বাজেটে দেশের মানুষের জীবনযাত্রা সহজ করে তুলতে ১১টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
১. দ্রব্যমূল্য সবার ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া।
২. কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা।
৩. আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।
৪. লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা,
৫. যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি।
৬. দৃশ্যমান অবকাঠামোর সুবিধা নিয়ে এবং বিনিয়োগ বাড়িয়ে শিল্পের প্রসার ঘটানো।ৎ
৭. ব্যাংকসহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বাড়ানো।
৮. নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্যসেবা সুলভ করা।
৯. সর্বজনীন পেনশন ব্যবস্থায়।
১০. জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ,
১১. দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখা।
বাংলাবার্তা/এআর