ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর রেকর্ড উচ্চতায় উঠেছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। ট্রাম্প নিজেকে বিজয়ী হিসেবে ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা আগে থেকেই বিশ্বের ডিজিটাল মুদ্রাটির বিনিময় হার রেকর্ড উচ্চতায় পৌঁছে যায়।
প্রতিবেদনে বলা হয়ে, বুধবার প্রথমবারের মতো বিটকয়েনের দাম ৭৫ হাজার ডলার ছাড়ালো। এতে প্রভাবক হিসেবে কাজ করেছে ট্রাম্পের প্রতিশ্রুতি। রিপাবলিকান প্রার্থী আগেই বলেছিলেন, নির্বাচিত হলে তিনি ক্রিপ্টো খাতকে সমর্থন করবেন।
গত মাসে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসও ক্রিপ্টো খাত নিয়ে ইতিবাচক কথা বলেছিলেন। কমলা জানান, তিনি নির্বাচিত হলে এমন এক ‘অর্থনৈতিক সুযোগ’ তৈরি করবেন, যা ক্রিপ্টো মালিকদের নিয়ন্ত্রক সংস্থা সংশ্লিষ্ট জটিলতা থেকে সুরক্ষা দেবে। যদিও খাতটির শুরুত্বপূর্ণ নীতি নির্ধারকরা ট্রাম্পের পক্ষেই সমর্থন ব্যক্ত করেন।
এক সময় বিটকয়েনকে ‘ডলারের বিপরীতে স্ক্যাম’ বলে আখ্যা দেওয়া ট্রাম্প এবারের নির্বাচনে নিজেকে ক্রিপ্টোপন্থী প্রার্থী হিসেবে প্রচার করেন। গত জুলাইয়ে ন্যাশভিল শহরে আয়োজিত ‘বিটকয়েন ২০২৪’ সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি বিটকয়েনের কোষাগার গড়ে তুলবেন, যেখানে অপরাধীদের কাছ থেকে সরকারের বাজেয়াপ্ত করা অর্থ জমা পড়বে।
বাংলাবার্তা/এমআর