ছবি : সংগৃহীত
বছর দুয়েক ধরে দেশের বাজারে আলুর দাম অস্বাভিক চড়া। চড়া বাজারেই ফের দাম বেড়েছে। এমন অবস্থায় আড়তগুলোয় বিশেষ অভিযান চালাচ্ছে সরকার।
আজ শনিবার (৯ নভেম্বর) সকালে ঢাকার কারওয়ান বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জানা যায়, এই অভিযানে ৩ ব্যবসায়ী ক্রয়-বিক্রয় রশিদ দেখাতে না পারা ৪৫ হাজার টাকা আদায় করে ভোক্তা অধিদপ্তর।
ভোক্তা-অধিকার অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানের সময় পাইকারী আলুর আড়তদারদের ক্রয় ও বিক্রয় রশিদ দেখে ভোক্তা অধিদপ্তর।
দোকানিদেরকে এখন থেকে আইন মানার শর্তে ক্ষমা ও যৌক্তিক মূল্যে স্বল্প লাভে জনসাধারণের কাছে বিক্রির নির্দেশনা দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।
বাংলাবার্তা/এমআর