ছবি : সংগৃহীত
দাম নিয়ন্ত্রণে আনতে আরো ১৯ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
আমদানিকারক ৪৩টি প্রতিষ্ঠানকে এই অনুমতি দেওয়া হয়েছে বলে আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রে জানা গেছে, চলতি নভেম্বরের ১৮ তারিখ ডিম আমদানির জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে আমদানি ও রপ্তানিবিষয়ক প্রধান নিয়ন্ত্রকের দফতরকে বাণিজ্য মন্ত্রণালয় চিঠি দিয়েছে। দ্রুতই এ ব্যাপারে আদেশ জারি করা হবে।
গত অক্টোবর মাসে ২৩ তারিখ ১২টি প্রতিষ্ঠানকে চার কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। তার আগে ৭ অক্টোবর সাড়ে চার কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়ে। চলতি বছরের ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত এই অনুমতি বহাল থাকবে।
বাজারে ডিমের লাগাছাড়া দাম নিয়ন্ত্রণে গেল ১৫ সেপ্টেম্বর ডিমের দাম নির্ধারণ করে দেয় সরকারের কৃষি বিপণন অধিদফতর। সে অনুযায়ী প্রতিটি ডিমের দাম উৎপাদন পর্যায়ে ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারি পর্যায়ে ১১ টাকা ০১ পয়সা ও খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা (ডজন ১৪২ টাকা ৪৪ পয়সা) বিক্রি হওয়ার কথা।
বাংলাবার্তা/এমআর