ছবি : সংগৃহীত
বিতর্কিত ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট’র মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস প্রভুস ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। পাশাপাশি বিতর্কিত ইসকনের সাথে সংশ্লিষ্ট ১৭ জনের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ সূত্রে আজ শুক্রবার (২৯ নভেম্বর) এই তথ্য জানা গেছে।
সূত্র বলছে, ব্যাংক হিসাব জব্দ হওয়া ব্যক্তিদের মালিকানা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টও স্থগিত থাকবে। আগামী ৩০ দিনের মধ্যে তারা ব্যাংকে কোনো রকম দেনদেন করতে পারবে না। দরকার মনে করলে কর্তপক্ষ জব্দের সময় আরও বাড়াবে।
যাদের ব্যাংক হিসাব জব্দ
চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস, অনিক পাল, কার্ত্তিক চন্দ্র দে, সুশান্ত দাস, সরোজ রায়, চন্ডিদাস বালা, বিশ্ব কুমার সিংহ, লিপী রানী কর্মকার, জয়দেব কর্মকার, লক্ষণ কান্তি দাশ, সুধামা গৌর দাস, রূপন দাস, প্রিয়তোষ দাশ, আশীষ পুরোহিত, রূপন কুমার ধর, সজল দাস ও জগদীশ চন্দ্র অধিকারী।
প্রসঙ্গত, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও কারাগারে প্রেরণকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে। দেশজুড়ে কর্মসূচি থেকে বিতর্কিত ইসকনকে নিষিদ্ধের দাবি উঠেছে।
বাংলাবার্তা/এমআর