ছবি : সংগৃহীত
পূর্বাভাসের পুরো উল্টো ফল পেল ভারত। মার্কিন ডলারের বিপরীতে ভারতের মুদ্রা রুপির মান ইতিহাসের সর্বনিম্নে নেমে এসেছে।
পূর্বাভাস দেওয়া হয়েছিল, ‘২০২৪-২-২৫ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বরে প্রবৃদ্ধি ৬ শতাংশ ছাড়িয়ে যাবে। অথচ প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৪ শতাংশ হারে। এটি ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন।’
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভারতে এক মার্কিন ডলারের বিনিময়মূল্য ৮৪ দশমিক ৭৫ রুপিতে পৌঁছে গেছে। ফলে ডলারের বিপরীতে রুপির মান ইতিহাসের সর্বনিম্ন স্তরে নামলো।
দেশটির মুদ্রা বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় রুপির দরপতন আরো বেশি হতে পারত। তবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআইয়ের হস্তক্ষেপের কারণে তা কিছুটা থামানো গেছে।
রুপির দরপতনে দেশটির নাগরিকদে দুর্ভোগও বেড়েছে। আমদানি ও রপ্তানি থেকে শুরু করে বিদেশে পড়াশোনা করা শিক্ষার্থীদের, সবাই প্রভাবিত হচ্ছেন। রুপির দরপতনের খেসারত ভোগ করতে হবে সাধারণ গ্রাহকদের।
বাংলাবার্তা/এমআর