ফাইল ফটো
এবার পাকিস্তান থেকে আসছে ২৫ হাজার টন উচ্চ মানসম্পন্ন চিনি। আগামী মাসেই চিনি বোঝাই জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছবে বলে জানা গেছে।
পাকিস্তানের গণমাধ্যম ‘দ্য নিউজ ইন্টারন্যাশনাল’ মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।
কয়েক দশক সময় পর পরমাণু শক্তিধর পাকিস্তান থেকে বিপুল পরিমাণ চিনি কিনেছে বাংলাদেশ। স্বৈরাচার শেখ হাসিনার পতনের আগে বাংলাদেশ ভারতের থেকেই চিনি আমদানি করতো।
‘দ্য নিউজ ইন্টারন্যাশনাল’র খবরে বলা হয়, বাংলাদেশ পাকিস্তানের থেকে উচ্চমান সম্পন্ন ২৫ হাজার টন চিনি কিনেছে। সামনের মাসে চিনি বোঝাই জাহাজ পাকিস্তানের করাচি সমুদ্রবন্দর থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দরে পৌঁছবে।
পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, কয়েক দশক পরে ভ্রাতৃপ্রতিম বাংলাদেশে এতো বিপুল পরিমাণে নিজেদের উৎপাদিত পণ্য পাঠাচ্ছে পাকিস্তান।
গত ২ ডিসেম্বর আন্তর্জাতিক বাজারে চিনির দাম প্রতি টনে ৫৩০ ডলারে পৌঁছায়।
বাংলাবার্তা/এমআর