ছবি : সংগৃহীত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার ব্যাংক হিসাব তথ্য তলব করা হয়েছে। একই সঙ্গে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ ও চৌধুরী জাফরুল্লাহ সরাফাতের ব্যাংক হিসাবে তথ্য চাওয়া হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) এই বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে পাঁচ কার্যদিবসের মধ্যে ওই প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ব্যাংক হিসাবের লেনদেন এবং স্থিতির তথ্য বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, ওই প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ব্যাংক হিসাব খোলার ফরম, ব্যাংকে জমা অর্থ কীভাবে কারা তুলেছে সেসব তথ্য দিতে হবে। নগদে অর্থ জমা ও উত্তোলন করা হয়েছে কি না- সেসব তথ্যও বিস্তারিত দিতে হবে।
চিঠিতে ট্রাস্টের ঠিকানা উল্লেখ করা হয়েছে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবন। ট্রাস্টের চেয়ারম্যান শেখ হাসিনা। তার বোন শেখ রেহানা অন্যতম ট্রাস্টি। এ ছাড়া অন্য যারা এই ট্রাস্টের সঙ্গে জড়িত কিংবা যেসব অ্যাকাউন্টে ট্রাস্টের হিসাব থেকে অর্থ স্থানান্তর হয়েছে, জমা হয়েছে, তাদের তথ্যও দিতে বলা হয়েছে।
বাংলাবার্তা/এমআর