অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এনবিআর চেয়ারম্যান
ট্যাক্স রেভিনিউ বাড়ানো এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান।
তিনি বলেন, ‘নানা কারণেই শুল্ক বাড়ানো যাবে না। আমাদের মূল সোর্স হচ্ছে ভ্যাট এবং আয়কর।’
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভ্যাট দিবস উপলক্ষ্যে এনবিআর আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ট্যাক্স রেভিনিউ বাড়ানোর ক্ষেত্রে কালেক্টিং এজেন্ট হচ্ছেন ব্যবসায়ীরা। ভ্যাট আদায় করা তাদের দায়িত্ব। কিন্তু আমরা বড় ধরনের ঘাটতি দেখতে পাচ্ছি।’
আব্দুর রহমান খান বলেন, ‘আমি আবারো বলছি ব্যবসায়ীরা ভ্যাট পেয়ার না, ভ্যাট দেবে ক্রেতারা। তারা কেবল সরকারের পক্ষে ভ্যাট কালেক্টিং এজেন্ট হিসেবে কাজ করবে। এ ক্ষেত্রে বহু কাজের সুযোগ রয়েছে। আমাদের উন্নয়ন সহযোগিরাও একই কথা বলছেন যে, আমাদের ভ্যাটে আদায় বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের রেজিস্টার্ড ভ্যাট পেয়ার চার-পাঁচ গুণ বৃদ্ধির সুযোগ আছে। এই মুহূর্তে পাঁচ লক্ষের বেশি রয়েছে, এটি ২০ থেকৈ ২৫ লক্ষ করাও সম্ভব হবে।’
বাংলাবার্তা/এমআর