ছবি : সংগৃহীত
কর আহরণ বৃদ্ধি না করলে দেশের অর্থনীতি বিপদে পড়বে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
ব্যবসায়ীদের উদ্দেশে বলেছেন, আর কতকাল শিশুকে লালন করবো। সুরক্ষা দেয়ার দিন কিন্তু চলে গেছে। আমরা বিভিন্ন সংস্থার সঙ্গে যখন কথা বলি, তারা (উন্নয়ন সহযোগী) বলে, তোমাদের এত লোক, কিন্তু ভ্যাট এত কম, অব্যাহতি দিচ্ছ।’
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভ্যাট দিবস উপলক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। এই সেমিনারে সভাপত্বি করেন এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান।
সরকার নানা খাতে কর কমিয়ে ও প্রণোদনা দিয়ে সহযোগিতা করেছে জানিয়েছে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা ৫০ বছর যাবৎ অনেক শিশুকে লালন করেছি; ট্যাক্স অব্যাহতি দিয়ে, ইনসেনটিভ দিয়ে, আর কতকাল শিশুকে লালন করব?’
তিনি বলেন, ‘আমি উদাহরণ দিলাম না, আপনারা অনেকে বুঝতে পারেন যে, এসব শিশু এখনো শিশুই রয়ে গেছে। শারীরিক দিক থেকে বড় হয়ে গেছে, কিন্তু তারা নিজেদের বলে এখনো প্রোটেকশন দিতে। এই প্রোটেকশনের দিন কিন্তু চলে গেছে।’
২০২৬ সালে এসে বাংলাদেশ উন্নয়শীল দেশে উত্তরণ হওয়ার জন্য এসব থেকে বেরিয়ে আসার কথা বলেন তিনি।
উপদেষ্টা আরও বলেন, ‘আমরা ধীরে ধীরে এগুলো, ডেভেলপিং কান্ট্রি হবো ২০২৬-এ, এসব সুবিধা থেকে আমাদের বের হতে হবে। না হলে কিন্তু আমরা কম্পিটিটিভ হতে পারবো না। এসব মাথায় রেখে সকলকে অনুরোধ করব, আপনারা ট্যাক্স দেবেন।’
এ সময় কর্মকর্তাদের করদাতাদের প্রতি সদয় হওয়ার নির্দেশনা দিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আর আমাদের কর্মকর্তারা, তারাও একটু, একটু ফ্রেন্ডলি হবেন। মানে জোর করে একেবারে আদায় করে নিয়ে আসবেন না। যদি অসুবিধে হয় শুনবেন, তাদের যথাসম্ভব কমপ্লায়েন্স করে তাদের একটু সহায়তা করবেন।’
বাংলাবার্তা/এমআর