ফটো কোলাজ: বাংলাবার্তা
পেঁয়াজ, আলু, চাল ও সবজিসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে। এতে করে বাজারে কিছুটা স্বস্তি ফিরছে। বেশির ভাগ পণ্যে দাম আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কমেছে।
আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে এই চিত্র পাওয়া গেছে।
শীত মৌসুমের সব ধরনের সবজিই এখন বাজার ভরপুর। আবার নতুন ধানও চলে এসেছে। এদিকে আবার অন্তর্বর্তীকালীন সরকার কয়েকটি পণ্য আমদানিতে শুল্ককরে বড় ছাড় দেয়ায় পণ্য আমদানিও বেড়েছে। সব মিলিয়ে বাজার অনেকটাই নিয়ন্ত্রণে আসা শুরু হয়েছে।
ঢাকার মহাখালী কাঁচাবাজার, তেজগাঁও কলোনি বাজার ও কারওয়ান বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বছরজুড়ে চালের বাজার ছিল বেশ চড়া। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় দর আরও বেড়ে যায়। এখন কিছুটা কমতে শুরু করেছে।
সরেজমিনে দেখা যায়, মাঝারি ধরনের চাল অর্থ্যাৎ বিআর-২৮ ও পায়জাম চালের কেজি ৫৭-৬০ টাকায় বিক্রি হচ্ছে। যা আগের সপ্তাহে ৬০-৬৫ টাকা ছিল। গত সপ্তাহের চেয়ে কেজিতে ৩ টাকা কমে মোটা চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকায়। এ ছাড়া সরু চালের কেজি বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭০ টাকা। ছয়-সাত দিন আগে এ ধরনের চাল কিনতে ক্রেতাকে গুনতে হয়েছে ৭০ থেকে ৭৫ টাকা।
কারওয়ান বাজারের নোয়াখালী রাইস এজেন্সির স্বত্বাধিকারী মো. শাওন বলেন, বাজারে নতুন চাল ঢোকায় দাম কমছে। তবে আমদানি করা চাল বাজারে আসেনি। তবে শুল্ক কর কমানোর কারণে কিছুটা প্রভাব পড়েছে দামে।
গত সপ্তাহের চেয়ে ছোলা কেজিতে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকায়। খোলা ও প্যাকেট আটার কেজি ৪০ থেকে ৫০ টাকা। গত এক মাসে আটার দর না কমলেও এক বছরের চেয়ে কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে। বাজারে নতুন দরের বোতলজাত তেল এসেছে। তবে বড় বাজারে সরবরাহ বাড়লেও ছোট বাজারে তেল কিছুটা কম।
পেঁয়াজের দর বেশ কমেছে। এক-দেড় মাস আগে দেশি ভালো মানের পেঁয়াজের কেজি ছিল ১৪০ থেকে ১৫০ টাকা। কেজিতে ৪০ টাকার মতো কমে এখন বিক্রি হচ্ছে ১০৪ থেকে ১১০ টাকা। দেশি হাইব্রিড পেঁয়াজের কেজিতে ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা আর আমদানি পেঁয়াজের কেজি পাওয়া যাচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। এ ধরনের পেঁয়াজের কেজি দেড় মাস আগে ছিল প্রায় ১০০ টাকা। গত বছরের এ সময় দেশি ও আমদানি করা পেঁয়াজের কেজি ছিল ২০০ থেকে ২৪০ টাকা। সেই হিসাবে অর্ধেকের বেশি কমেছে দর। নতুন পেঁয়াজ ওঠা শুরু হলে দর আরও কমবে বলে জানান ব্যবসায়ীরা।
শীতের সবজির সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম। গড়ে সবজির কেজি কেনা যাচ্ছে ৪০ থেকে ৫০ টাকার মধ্যে। শিম বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, সপ্তাহ দুয়েক আগে কেজি ছিল ৮০ থেকে ১০০ টাকা। মুলার কেজি ৪০ থেকে নেমেছে ২০ টাকায়। এ ছাড়া প্রতি কেজি শালগম ৪০ থেকে ৫০ এবং বেগুন ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে সবজি দুটির দর ছিল ৬০ ও ৮০ টাকার আশপাশে।