ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকার বাজারে পেঁয়াজ ও আলুর সরবরাহ বেড়ে যাওয়ায় কমেছে দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজ ও আলুর দাম কমেছে ২০ টাকা।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।
ব্যবসায়ীদের ভাষ্য, ‘পেঁয়াজ ও আলুর মৌসুম শুরু হয়েছে। বাজার প্রচুর পেঁয়াজ ও আলু আসছে। তাই দাম কমতে শুরু করেছে। সামনের সপ্তাহে দাম আরো কমে যাবে।’
বাজার ঘুরে দেখা গেছে, ‘বাজারে নতুন আলুর কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ আগের সপ্তাহে ৮০ টাকা ছিল। পুরাতন আলু ৭০ টাকা, বগুড়ার আলু ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এসব বাজারে দেশি পেঁয়াজ কেজিতে ২০ টাকা কমে ১১০ টাকা, মুড়ি পেঁয়াজ ৭০ টাকা, পাতা পেঁয়াজ ৬০ টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ ৯০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।
ব্যবসায়ীরা বলছেন, নতুন আলু ও পেঁয়াজের সরবরাহ বাড়ছে আগামী সপ্তাহে দাম আরো কমে আসবে।
শেওড়াপাড়া বাজারের আলু-পেঁয়াজ বিক্রেতা মো. খালেক বলেন, বাজারে নতুন আলু ও নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ছে। আগের তুলনায় দাম কমেছে, আগামী সপ্তাহে দাম আরও কমবে বলে তিনি উল্লেখ করেন।
এসব বাজারে আদা ১২০ থেকে ২৮০ টাকা, রসুন ২২০ থেকে ২৪০ টাকা, দেশি মসুর ডাল ১৪০ টাকা, মুগ ডাল ১৮০ টাকা, মিনিকেট চাল ৭৬ থেকে ৮০ টাকা এবং নাজিরশাইল ৭৫ থেকে ৮২ টাকা দরে বিক্রি হচ্ছে।