ছবি: বাংলাবার্তা
সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) তহবিল থেকে সুচিন্তা ফাউন্ডেশনের নামে টাকা নিয়ে কারসাজি করেন স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যানও। আরাফাতের চাপে কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে পাঁচ কোটি টাকা দেয় ব্যাংকটি।
যুব উন্নয়ন কাজে ব্যবহার করার জন্য অর্থ নিলেও বিভিন্ন ব্যাংকে এ টাকা জমা রেখে সময় সময় সুদ তুলে নিজের পকেটে পুরেন আরাফাত। দুটো ব্যাংক থেকে সুদ বাবদ প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা তুলে নেন তিনি। যদিও এসব টাকা যুব উন্নয়নের শিক্ষা কার্যক্রমের জন্য বরাদ্দকৃত। ইতিমধ্যে আরাফাতের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। অনুসন্ধানে এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
বেসরকারি খাতের তিনটি ব্যাংকে খোঁজ নিয়ে জানা যায়, ২০২০ সালের ১৩ আগস্ট সোশ্যাল ইসলামী ব্যাংকের সিএসআর তহবিল থেকে সুচিন্ত ফাউন্ডেশনের নামে মোহাম্মদ আলী আরাফাতকে পাঁচ কোটি টাকা দেওয়া হয়। কোনো প্রকার আবেদন ছাড়াই মৌখিক চাওয়াতে এ টাকা দিয়েছিল ব্যাংকটি। এক্ষেত্রে সোশ্যাল ইসলামী ব্যাংকের ৪৫৪তম বোর্ড সভায় এটির অনুমোদন দেয়। ব্যাংকটি থেকে এ অর্থ নেওয়া হয় যুব উন্নয়নের শিক্ষা কার্যক্রম খাতে খরচ করার জন্য। যদিও কোনো অর্থ সেখানে ব্যবহার করা হয়নি। বরং পুরো টাকা ২০২০ সালের ২৭ আগস্ট প্রথমে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকে ফিক্সড ডিপোজিট (এফডিআর) করে রাখা হয়। সেখান থেকে বিভিন্ন সময় সুদ আয় বাবদ নগদ মোট ৭৮ লাখ টাকা তুলে নেন আরাফাত। পরবর্তী সময়ে আসল পাঁচ কোটি টাকা তুলে আইএফআইসি ব্যাংকে এফডিআর করা হয়। ২০২৪ সালের মাঝামাঝি সময় সেখান থেকে প্রায় ৬৬ লাখ টাকা সুদ বাবদ তুলে নেওয়া হয়। এক্ষেত্রে টাকাগুলো নগদ উত্তোলন সুবিধা দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর আইএফআইসি ব্যাংকে থাকা পাঁচ কোটি টাকার ব্যাংক হিসাব ব্লক করে রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, ব্যাংকগুলো সিএসআর তহবিল শিক্ষায়, স্বাস্থ্যে, জলবায়ু পরিবর্তনজনিত প্রশমন ও অভিযোজন খাতসহ আরো কিছু খাতে ব্যয় করতে পারে। আবার মোট সিএসআর ব্যয়ের ৫ শতাংশ অনুদান হিসেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিলেও দেওয়ার নির্দেশনা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত ১০ বছরে দেশের ব্যাংকগুলো সিএসআর খাতে ব্যয় করেছে প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকা। এ ব্যয়ের প্রায় ৭০ শতাংশই জমা দেওয়া হয়েছে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে। আর সেই অর্থ দিয়ে মুজিববর্ষ উদযাপন, চলচ্চিত্র নির্মাণ, শেখ হাসিনা পরিবারের সদস্যদের জন্ম- মৃত্যু দিবস পালনের মতো আয়োজনও করা হয়েছে। কেবল মুজিববর্ষ উদযাপনের জন্যই শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে অনুদান দেওয়া হয় ২২৭ কোটি টাকা। সিএসআরের অর্থ ব্যয় হয়েছিল মুজিবের জীবনী নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণেও।
নাম প্রকাশে অনিচ্ছুক সোশ্যাল ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তা আমার দেশকে বলেন, ‘মন্ত্রী হওয়ার কারণে আবেদন কপি চাওয়া হয়নি। তারা এতটাই ক্ষমতাশীল ছিল যে. আবেদন কপি চাওয়ার সাহস হয়নি। সাবেক প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে এ অর্থ দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নজরুল ইসলাম মজুমদার (সাবেক এক্সিম ব্যাংকের চেয়ারম্যান) বিভিন্ন সময় শেখ হাসিনার তহবিলে টাকা দেওয়ার চাপ দিতেন। তার চাপে অনেক সময় যেসব মানুষকে সিএসআরের টাকা দেওয়া দরকার তাদের দেওয়া সম্ভব হয়নি। সিএসআরের টাকা মূলত অসহায় মানুষদের জন্য ব্যাংক দিয়ে থাকে।’
এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএফআইইউ সোশ্যাল ইসলামী ব্যাংকের কাছে এই অর্থ কীভাবে দেওয়া হয়েছে এবং কোথায় ব্যবহার করা হয়েছে তা জানতে চাওয়া হয়েছে।
বাংলাবার্তা/এমআর